Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভা সমূহ

 

করিমগঞ্জ, কিশোরগঞ্জ।

  

এপ্রিল/২০১খ্রিঃ মাসের ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির সভার কার্যবিবরণী

 

সভাপতি     :    মোঃ কামরুল আহসান কাঞ্চন, চেয়ারম্যান, বারঘড়িয়া ইউনিয়ন পরিষদ, করিমগঞ্জ, কিশোরগঞ্জ।

স্থান           :    ইউনিয়ন পরিষদ কার্যালয়।

তারিখ        :  ১১-০৪-২০১৩খ্রিঃ। সময়  :    সকাল ১১.০০ ঘটিকা।

 

সভাপতি মহোদয় ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির  সভায় উপস্থিত সকল সন্মানিত সদস্যগণকে স্বাগত জানিয়ে সভার কাজ আরম্ভ করেন। প্রথমে  বিগত সভার কার্য্যবিবরণী পাঠ করে শুনানো হলে কোন সংশোধনী না থাকায় সর্বসম্মতিক্রমে তা অনুমোদন ও দৃঢ়করণ করা হয়।

সভায় উপস্থিত সদস্যগণের নাম ( পরিশিষ্ট দ্রষ্টব্য )

০২। দাপ্তরিক কার্যক্রম আলোচনাঃ

 

ক্রঃ নং

আলোচ্যসূচী

আলোচনা

সিদ্ধান্ত

দায়িত্বপ্রাপ্ত সংস্থা / ব্যক্তি

০১

কমিউনিটি স্বাস্থ্য  অধিদপ্তর

  কমিউনিটি স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি জনাব  ডাঃ আবুল হাসেম জানান যে, তাঁর স্বাভাবিক ভাবে চলছে।যদিও তাঁর মূল কাজ শিশু ও গর্ভবতী মায়েদের চিকিৎসা সেবা দেয়া, কিন্তু অন্যান্য রোগীও চিকিৎসা সেবা নিতে আসায় সমস্যা হচ্চে। তিনি তাঁর স্বাস্থ্যকেন্দ্রের ভাঙ্গা দরজাটি মেরামত করে দেয়ার  জন্য  সভাপতি মহোদয়কে অনুরোধ করেন। সভাপতি মহোদয় বিগত সভার সিদ্ধান্ত মোতাবেক চিকিৎসা সেবা প্রদানের সময় জাতীয় পরিচয় পত্র পরীক্ষা করার অনুরোধ করেন। 

  চিকিৎসা সেবা প্রদানের সময় জাতীয় পরিচয় পত্র পরীক্ষা করা  হবে।

  ডাঃ আবুল হাসেম

০২

 

 

 প্রানীসম্পদ অধিদপ্তর

 

ভেটেরেনারী ফিল্ড এ্যাসিসট্যান্ট জনাব মোঃ রফিকুল ইসলাম জানান যে,তাঁর দপ্তরের  কাজ স্বাভাবিক ভাবে চলছে। তবে তিনি খেলাপী ঋণ আদায় সন্তোসজনক নয় বলে সভায়  জানান।

 

 

০৩

স্বাস্থ্য অধিদপ্তর

সহকারী স্বাস্থ্য পরিদর্শক জনাব অজয় কুমার সাহা হাসনপুর কমিউনিনিটি ক্লিনিকের নির্মাণ কাজ শেষ হয় নাই। বারঘড়িয়া  কমিউনিনিটি ক্লিনিকের নির্মাণ কাজ শেষ হয়েছে, অচিরেই এটি চালু হবে।তিনি সভায় জানান যে, জানুয়ারী/১৩ হতে মার্চ/১৩ সময়ে ইপিআই কার্যক্রম স্বাভাবিক ভাবে চলছে। তিনি আরো জানান যে, চলতি সময়ে ভিটামিন “এ”প্লাস ক্যাম্পেইন কর্মসূচী পালিত হয়েছে। জানুয়ারী /১৩ মাসে আর্সেনিকোসিস রোগী অনুসন্ধান কর্মসূচী পালন করা হয়। তাছাড়া ফেব্রুয়ারী/১৩ মাসে অসংক্রামন রোগীর তালিকা করা হয়। আগামী ২১-৪-২০১৩ খ্রিঃ তারিখে বিদ্যালয়ে কৃমিনাশক বড়ি খাওয়ানো হবে। তিনি উক্ত কাজে সকলের সহযোগীতা কামনা করেন।

 

 

০৪

 সমাজসেবা অধিদপ্তর

 

 ইউনিয়ন সমাজকর্মী জনাব শান্তি রানী সাহা সভায় জানান যে,  কিছুদিনের মধ্যেই প্রতি ওয়ার্ডেই প্রতিবন্ধী জরিপের কাজ করা হবে। তিনি উক্ত তালিকা প্রনয়নে সকলের সহযোগিতা কামনা করেন।তিনি তাঁর সংস্থা থেকে বিতরণকৃত তুলশিয়া গ্রামের খেলাপী ঋণগ্রহীতাদের   ঋণ আদায়ে আবারো  ইউপির সহায়তা কামনা করেন। তিনি জানান যে, জানুয়ারী/১৩ -মার্চ/১৩ সময়ের বয়স্কভাতা ভোগীদের জন্য বরাদ্দকৃত টাকা ব্যাংকে এসেছে, কিছুদিনের মধ্যেই উক্ত টাকা বিতরণ করা হবে। সভাপতি মহোদয় নিজ নিজ ওয়ার্ডের প্রতিবন্ধি জরিপ কাজে সহায়তা করার   জন্য সকল সদস্যগণকে অনুরোধ করেন এবং তুলশিয়া গ্রামের খেলাপী ঋণ আদায়ে সহায়তা করার জন্য সংশ্লিষ্ট ইউপি সদস্যকে অনুরোধ করেন।

০১। প্রতিবন্ধি জরিপ কাজে সহায়তা করা হবে।  

 

 

০২। তুলশিয়া গ্রামের খেলাপী ঋণ আদায়ে সহায়তা করা  হবে।

  ।

 ০১।  সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্যগণ। 

 

 

 

০২। ২নং ওয়ার্ড সদস্য।

 

০৫

পরিবার পরিকল্পনা অধিদপ্তর

 ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক জনাব গোলাপ মিয়া জানান যে, তাঁর দপ্তরের কাজ স্বাভাবিকভাবে চলছে। তিনি আরো জানান যে,মার্চ/১৩ মাসে  অত্র ইউনিয়নে  ৩৯৭৩সক্ষম দম্পত্তি ছিল।  গত তিন  মাসে বিভিন্ন পদ্ধতি গ্রহণ করেছেন ৮১%দম্পত্তি।সভাপতি মহোদয় গুরুত্বপূর্ণ এ দপ্তরের কাজ সর্ব্বোচ্চ আন্তরিকতার সাথে সম্পন্ন করার  জন্য অনুরোধ করেন।

আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করা হবে।

পরিবার পরিকল্পনা অধিদপ্তর

০৬

 কৃষি অধিদপ্তর

 

 কৃষি অধিদপ্তর প্রতিনিধি জনাব মোঃ দেলোয়ার হোসেন  তাঁর দপ্তরের কাজ স্বাভাবিক ভাবে চলছে। তিনি সভায় জানান যে, তিনি নিয়মিতভাবে কৃষকদের বিভিন্ন সমস্যার সমাধানের পরামর্শ দিয়ে থাকেন।তিনি জানান যে, ইউনিয়ন পরিষদের সহায়তায় ইতিমধ্যে পাটচাষীগণের তালিকা  তৈরী করা হয়েছে।তিনি ভবিষ্যতেও তাঁর কাজে ইউনিয়ন পরিষদের সহায়তা কামনা করেন।

 

 

০৭

 জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মেকানিক জনাব মোঃ শামছ উদ্দিন জানান যে, তাঁর দপ্তরের কাজ স্বাভাবিকভাবে চলছে। নলকূপের  পানির আর্সেনিক পরীক্ষা করা তাঁর দপ্তরের কাজ।তিনি আর্সেনিক জনিত রোগ  থেকে রক্ষা পেতে সব নলকূপের আর্সেনিক পরীক্ষার আহ্বান জানান। 

 আর্সেনিক পরীক্ষার জন্য জনসাধারণ গেলে সর্বাত্মক সহায়তা করা হবে

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

০৮

 বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড

প্রতিনিধি   অনুপস্থিত থাকায় উক্ত দপ্তরের  বিষয়াদি আলোচনা করা সম্ভব হয়নি।

 

 

০৯

মৎস্য অধিদপ্তর

প্রতিনিধি অনুপস্থিত থাকায় উক্ত দপ্তরের  বিষয়াদি আলোচনা করা সম্ভব হয়নি।

 

 

১০

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর

 প্রতিনিধি   অনুপস্থিত থাকায় উক্ত দপ্তরের  বিষয়াদি আলোচনা করা সম্ভব হয়নি।  

 

 

১১

 শিক্ষা অধিদপ্তর

 প্রতিনিধি অনুপস্থিত থাকায় উক্ত দপ্তরের  বিষয়াদি আলোচনা করা সম্ভব হয় নাই।

 

 

১২

ম্যারিজ  রেজিষ্টার

অনুপস্থিত থাকায় তাঁর  কার্য্যক্রম  আলোচনা করা সম্ভব হয়নি।

 

 

  

০৩।  বিবিধ আলোচনা

 

 ক.   ইউনিয়ন পরিষদের কার্যাবলীঃ

 

        ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র প্রসংগঃ

সভাপতি মহোদয় সভায় বলেন যে, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা সবসময় কেন্দ্রে উপস্থিত থাকেন।  তিনি ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র থেকে সেবা গ্রহণ করার জন্য সকলকে আহ্বান জানান।  

নিজস্ব কার্যক্রম  

 

  টি আরঃসভাপতি মহোদয় সকলের অবগতির জন্য জানান যে, চলতি অর্থ বছরে টিআর ২য় পর্যায়ে ৬.০০০ মে.টন খাদ্যশস্যের বরাদ্দ পেয়ে নিম্ন লিখিত প্রকল্প গ্রহণ করা হয়েছে -        

       ১। জহিরাবাদ গ্রাম সরকারের বাড়ীর সামনের মসজিদ উন্নয়ন।                          বরাদ্দ -  ৩.০০০ মে.টন।

       ২। উঃ বারঘড়িয়া হেকিমের বাড়ি হতে ইদ্রিস মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার।        বরাদ্দ -  ১.০০০ মে.টন

       ৩। দঃ বার‌ঘড়িয়া রশিদ মিয়ার পুকুর পাড় হতে মলু খাঁর বাড়ি পর্যন্ত সংস্কার।         বরাদ্দ - ১.০০০ মে.টন।  

       ৪। ফতোরগোফ জামে মসজিদ উন্নয়ন।                                                       বরাদ্দ - ১.০০০ মে. টন।

 

কাবিখাঃ   কাবিখা কর্মসূচীর আওতায় ২য় পর্যায়ের   বরাদ্দ দিয়ে নিম্ন লিখিত প্রকল্প গ্রহণ করা হয়েছে -                                ০১ । গজারিয়া কাদির চেয়ারম্যান সাহেবের বাড়ি হতে মাদারী খলা ব্রীজ পর্যন্ত রাস্তা সংস্কার।   বরাদ্দ - ৭.০০০ মে.টন  (নিজস্ব বরাদ্দ)        ০২। বারবার্তা সরঃ প্রাথঃ বিদ্যালয় হতে দেওয়ান আলীর বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার। বরাদ্দ - ৭.০০০ মে.টন ( পুরুষ ভাইস চেয়ারম্যানের বরাদ্দ) ০৩। গজারিয়া মসজিদ হতে হাসনপুর ব্রীজ পর্যন্ত রাস্তা সংস্কার।    বরাদ্দ - ১৪.০০০ মে.টন। ( এমপি মহোদয়ের বরাদ্দ)

 

অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান  কর্মসূচীর আওতায় ১.০০.০০০ টাকা বরাদ্দ  পাওয়া গিয়াছে। উক্ত প্রকল্পে আওতায়  হাসনপুর  ঈদগাহ্ মাঠের রাস্তা সংস্কার   প্রকল্পের কাজ চলছে।

 

 খ.  কেয়ার -এখন ই সময়  এর প্রতিনিধি জনাব মিতালী হাওলাদার   বলেন যে, তাঁর সংস্থার কাজ নতুন ভাবে আবার চালু হয়েছে।  তিনি তাঁর  সংস্থার কাজে পূর্বের মতো সহযোগীতা করার জন্য ইউনিয়ন পরিষদকে অনুরোধ করেন।

 

. কেয়ার - এফএইউপি-এইচ প্রকল্পের প্রতিনিধি  মাহমুদা হোসনা খানম জানান যে, গত তিন  মাসে অত্র ইউনিয়নে বসত ভিটা উঁচুকরণ ও সম্প্রসারন প্রকল্পের আওতায় ৮টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে, যার জন্য মোট ব্যয় হয়েছে ২,৭২,১০০/- টাকা এবং উপকারভোগী পরিবারের সংখ্যা ২৫ টি । তাছাড়া   গ্রামে হেলথ সেশন হয়েছে ৩৬ টি,কমিউনিটি গার্ডেন স্থাপন করা হয়েছে ২টি, যার জন্য মোট ব্যয় হয়েছে ৮,৪৮০/- টাক । ৬টি দল   সঞ্চয়ের সাথে জড়িত হয়েছে যাদের মোট সঞ্চয় হয়েছে প্রায় ৬,০০,০০০/- টাকা।

 

ঘ. স্থায়ী কমিটিসদ্স্য মোঃ সোহরাব উদ্দিন  এই ধরণের সভা অব্যাহত রাখার জন্য ইউনিয়ন পরিষদকে ধন্যবাদ জানান। তিনি পরিষদের স্বচ্ছতা ও জবাবদিহীতার জন্য ভবিষ্যতেও এই ধরণের সভা চালু রাখার জন্য সভাপতির প্রতি অনুরোধ করেন।

 

.  ইউনিয়ন পরিষদ সদস্যগণের মধ্যে   জনাব মোছাঃ জাহেরা আক্তার, মোঃ লুৎফর রহমান  মোঃ গাজিউর রহমান সভায় বক্তব্য রাখেন। তাঁরা বলেন যে, অত্র সভা কমিটির সকলের উপস্থিতিতে আরো প্রানবন্ত হবে। তাঁরা সংশ্লিষ্ট সকলকে উক্ত সভায় সক্রিয় অংশগহনের মাধ্যমে উক্ত সভাকে কার্যকর করার অনুরোধ করেন। 

             সভায় আর কোন আলোচ্য বিষয় না থাকায় সভাপতি মহোদয় সবাইকে ধন্যবাদ জানিয়ে  সভার সমাপ্তি ঘোষনা করেন।

 

 

                                                                                                                                           (মোঃ কামরুল আহসান কাঞ্চন)

                                                                                                                                         সভাপতি

                                                                                                                                         ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটি

                                                                                                                                        ও

                                                                                                                                         চেয়ারম্যান

৪নং বারঘড়িয়া ইউনিয়ন পরিষদ

                                                                                                                                          করিমগঞ্জ, কিশোরগঞ্জ।